আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শিক্ষা ভবন ঘেরাও করল টেট-ওয়ান ও টেট-টু পরীক্ষার্থীরা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    ত্রিপুরা ২০২৪-২৫ টেট পরীক্ষার্থীদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে টেট-ওয়ান ও টেট-টু পরীক্ষার্থীরা শনিবার শিক্ষা ভবন ঘেরাও করে। যদিও পুলিশ শিক্ষা ভবনের গেইটে তাদেরকে আটকে দেয়। পরে ৫ জনের এক প্রতিনিধি দল গিয়ে টি আর বিটি চেয়ারম্যান ডঃ প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে দেখা করে কথা বলেন। এব্যাপারে এক পরীক্ষার্থী জানায়, আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে সি ডি পি পার্টে কিছু প্রশ্ন ভুল আছে। তারপর আউট অব সিলেবাসের অন্তর্ভুক্ত আছে। বাংলার ক্ষেত্রেও কিছু গ্রামাটিক্যাল মিষ্টেক আছে। পাশাপাশি ইংরেজির ক্ষেত্রেও কিছু ডাবল প্রশ্নোত্তর আছে। তাছাড়াও বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্রে কিছু কিছু ভুল আছে বলে সে জানায়।আমাদের দাবি টি আর বি টি ভুল প্রশ্ন গুলি যাচাই করে দেখুক। 


    Akb tv news 

    17.05.2025

    3/related/default