আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    “আমরা ঘরে ঢুকে মারব আর ওদের বাঁচার একটাও সুযোগ দেব না''।। প্রধানমন্ত্রী ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    জঙ্গিরা পাকিস্তানে আর লুকনোর জায়গা পাবে না। মঙ্গলবার আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে দাঁড়িয়ে পড়শি দেশকে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর হুঁশিয়ারি, যতবার পাকিস্তানে আশ্রয় নিতে যাবে জঙ্গিরা, ততবার পাকিস্তানে ঢুকে জঙ্গিদের নিকেশ করে আসবে ভার‍ত। বাঁচার একটাও সুযোগ দেওয়া হবে না। মঙ্গলবার সকালে আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে যাওয়ার কথা নিজের এক্স হ্যান্ডেলে ছবি-সহ জানান প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “আজ সকালে আমি গিয়েছিলাম  আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে। বীর সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেছি। যাঁরা সাহস, সংকল্প এবং নির্ভীকতার প্রতীক তাঁদের সঙ্গে থাকতে পারাটা এক বিশেষ অভিজ্ঞতা। আমাদের সশস্ত্র বাহিনী জাতির জন্য যে অবদান রাখে তার জন্য ভারত চিরকাল কৃতজ্ঞ থাকবে।”আদমপুরে দাঁড়িয়েই সেনার উদ্দেশে দীর্ঘ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। জওয়ানদের ‘ভারত মাতা কি জয়’ ধ্বনির মধ্যেই নরেন্দ্র মোদি বলেন, “আমরা ঘরে ঢুকে মারব আর ওদের বাঁচার একটাও সুযোগ দেব না। ভারতীয় সেনা, বায়ুসেনা আর নৌসেনা পাকিস্তানি সেনা বাহিনীকে হারিয়ে দিয়েছে, যে পাক বাহিনীর উপর নির্ভর করত এই জঙ্গিরা। পাকিস্তানে এমন কোনও স্থান নেই যেখানে বসে জঙ্গিরা বসে স্বস্তির নিশ্বাস নিতে পারবে।” প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন, ভারতের দুর্ভেদ্য বায়ুসেনার কাছে পাকিস্তানের যাবতীয় আক্রমণ আটকে গিয়েছে। 


    Akb tv news 

    13.05.2025

    3/related/default