নিজস্ব প্রতিনিধি,
শনিবার উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে ফের একটি
হেলিকপ্টার বিধ্বস্ত হয়। জরুরি অবতরণের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয় বলে
জানা গেছে। হেলিকপ্টারটিতে একজন ডাক্তার সহ মোট ৩ জন আরোহী ছিলেন। প্রাপ্ত তথ্য
অনুযায়ী, বিধ্বস্ত হেলিকপ্টারটি একটি এয়ার অ্যাম্বুলেন্স বলে জানা গেছে। এই
অ্যাম্বুলেন্সটি ঋষিকেশ এইমসের ছিল। এক রোগীকে কেদারনাথ ধাম থেকে এয়ার
অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঋষিকেশ এইমস-এ নিয়ে যাওয়া হচ্ছিল। হেলিকপ্টারটিতে পাইলট,
রোগী এবং ডাক্তার উপস্থিত ছিলেন। হেলিকপ্টারের পিছনের অংশ হঠাৎ ভেঙে যায়, যার ফলে
এটি ক্র্যাশ ল্যান্ডিং করে।
Akb tv news
17.05.2025