বদলা নিল ভারত। আমেরিকা যেভাবে ওসামা বিন
লাদেনকে হত্যা করেছিল, ঠিক একইভাবে কাশ্মীরের
পহেলগাম সংঘটিত জঙ্গি হামলার বদলা নিয়েছে ভারত। শনিবার দিল্লির একটি বেসরকারি কলেজের
অনুষ্ঠানে যোগ দিয়ে একথাই বললেন দেশের উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়। অপারেশন সিঁদুরের
প্রশংসা করে তিনি জানান, এই অভিযানের মাধ্যমে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন এক
‘মানদণ্ড’ সৃষ্টি করেছে। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে আছড়ে পড়ে দু’টি যাত্রীবাহী বিমান।পেন্টাগনের
গায়েও আছড়ে পড়ে একটি বিমান। আল কায়দার পাঠানো আত্মঘাতী জঙ্গিদের ওই হামলার পর ‘মিশন
আফগানিস্তান’ শুরু করে মার্কিন ফৌজ। জানা যায়, আমেরিকার বুকে এই সন্ত্রাসী হামলার মূল
ষড়যন্ত্রী ছিল লাদেন। অবশেষে ২০১১ সালের দুসরা মে পাকিস্তানের অ্যাবোটাবাদে এক বাংলোয়
মার্কিন কমান্ডো বাহিনীর ‘টিম সিক্স’-এর অভিযানে মৃত্যু হয়েছিল তার। সেই অপারেশনের
নামই ছিল ‘নেপচুন স্পিয়ার’।
Akb tv news
17.05.2025