নিজস্ব প্রতিনিধি,
চুক্তি ভেঙে হামলা করল পাকিস্তান। তবে ফের
কি কোন কঠোর পদক্ষেপের পথে হাঁটতে চলেছে কেন্দ্র? নানা জল্পনার মধ্যেই ভারতীয় বায়ুসেনা
জানিয়ে দিল অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জারি রয়েছে।সীমান্তে
উত্তেজনার মধ্যেই রবিবার রাজধানীতে সশস্ত্র বাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক
করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী
রাজনাথ সিং, সিডিএস অনিল চৌহান, এনএসএ অজিত ডোভাল। পাশাপাশি স্থল, জল ও বায়ু— তিন সেনার প্রধানই এই বৈঠকে
উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, শনিবার বিকাল ৫টায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা করে আমেরিকা। কিন্তু কিছু
সময় পরে দু’দেশের বিদেশ মন্ত্রকের তরফেও বিবৃতি দিয়ে যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হয়।
কিন্তু ঘোষণার পর তিন ঘণ্টা কাটতে না কাটতেই সীমান্তে ফের নির্লজ্জের মত গুলিবর্ষণ
শুরু করে পাক সেনা। যার যোগ্য জবাব দিয়েছে
ভারতও।
Akb tv news
11.05.2025