আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    একমাস ব্যাপী ঘরে ঘরে সিঁদুর পৌঁছে দেওয়ার পরিকল্পনা বিজেপি'র।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি, 

    নরেন্দ্র মোদি তৃতীয়বার ক্ষমতায় আসার এক বছর পূর্তি উপলক্ষ্যে নয়া পরিকল্পনা করেছে বিজেপি দল। দেশের ঘরে ঘরে অপারেশন সিঁদুরের সাফল‌্য বার্তা পৌঁছে দিতে বাড়ির বিবাহিত মহিলাদের হাতে উপহার হিসাবে সিঁদুর দেওয়া হবে বিজেপি দলের তরফে। সঙ্গে অপারেশন সিঁদুর কী, কীভাবে তা সফল হয়েছে সেই সংক্ষিপ্ত বিবরণ সহ লিফলেটও বিলি করা হবে বলে বিজেপি সূত্র থেকে জানা গিয়েছে। পাশাপাশি অপারেশন সিঁদুর নিয়ে স্বল্প দৈর্ঘ্যর তথ্যচিত্রও তৈরি করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। সেখানে ভারতীয় সেনার ভূমিকার সাফল্যের কথাও উল্লেখ করা হবে বলে সম্ভাবনা রয়েছে। তথ্য চিত্রটিকে বিভিন্ন ভাবে তুলে ধরার পাশাপাশি সেনা কর্মী ও জওয়ানদের পরিবারের সদস্যদেরও দেখানোর পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্র সরকারের তৃতীয় বারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিজেপির পাশাপাশি পুরো এনডিএ-র তরফ থেকে উদযাপন করা হবে বলেই ঠিক করা হয়েছে। অতি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ-র সমস্ত মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তাতে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিজেপির পদাধিকারী, সাংসদরা একমাস ধরে তাদের লোকসভা কেন্দ্রে প্রতিদিন ১৫ থেকে ২০ কিলোমিটার পদযাত্রা করবেন এবং সপ্তাহে দু-দিন পদযাত্রার সঙ্গেই জনসংযোগের উপরও জোর দিতে বলা হয়েছে। এছাড়াও বুথ স্তর থেকে শুরু করে বিধানসভা ক্ষেত্রগুলিতে জনসংযোগ চলবে সমানতালে।


    akb tv news 

    29.05.2025 

     

     


    3/related/default