Type Here to Get Search Results !

“মুর্শিদাবাদ-মালদহে যা হয়েছে সেটা এখানকার সরকারের নির্মমতার উদাহরণ।। প্রধানমন্ত্রী।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধি, 

বৃহস্পতিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে একটি সরকারি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরই সরকারি মঞ্চের পাশেই একটি মঞ্চে জনসভা করেন তিনি। সেখানেই মুর্শিদাবাদ ও মালদহের প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, “মুর্শিদাবাদ-মালদহে যা হয়েছে সেটা এখানকার সরকারের নির্মমতার উদাহরণ। মা-বোনের পুঁজি নষ্ট হয়েছে।তোষণের নামে গুন্ডাদের পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে।” জনসভায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার সময় পুলিশ দাঁড়িয়ে দেখেছে। কোনও পদক্ষেপ নেয়নি বলে দাবি প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী এহেন দাবি করার পর সঙ্গে সঙ্গেই পালটা দিয়েছে শাসক দল তৃণমূল। সামাজিক মাধ্যমে দলের তরফে পোস্ট করা হয়, ‘আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে? প্রায় দুই বছর ধরে উত্তর-পূর্বাঞ্চল মণিপুর জ্বলছে। আগে সেখানকার সমস্যা সমাধান করুন।প্রসঙ্গত’  উল্লেখ্য, মণিপুরে রাষ্ট্রপতি শাসনজারি রয়েছে। ঝামেলার জেরে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কেননা গণতান্ত্রিক সরকার নেই সেই ওই রাজ্যে। প্রসঙ্গত, কয়েক মাস আগে ওয়াকফ আইনের বিরোধিতা করে আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের কিছু অংশ। পুলিশ ও বিএএসএফ পরিস্থিতি সামাল দেয়। এরপর হাই কোর্টের নির্দেশে আধা সেনাও নামে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে তাঁদের ক্ষতিপূরণ দিয়েছেন।


akb tv news 

29.05.2025 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.