নিজস্ব প্রতিনিধি,
আগাম ঘোষণা অনুসারে মঙ্গলবার
আনুষ্ঠানিক ভাবে অবসর নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এদিন তিনি আদালতের ‘সেলিমনিয়াল বেঞ্চ’-এ
শেষ ভাষণ দেন। তিনি তার ভাষণে বলেন,
“একবার আইনজীবী হয়ে গেলে, আপনি চিরকাল আইনজীবী হয়েই থাকবেন।” প্রশংসা করলেন দেশের
পরবর্তী প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইয়েরও।তিনি বলেন, “শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমি বাক্যহারা। অনেক স্মৃতি জড়িয়ে
রয়েছে। বিচার বিভাগের উপর জনগণের যে আস্থা রয়েছে, তা অর্জন করতে হয়।” বিভিন্ন জায়গা
থেকে আইনজীবীরা সুপ্রিম কোর্টে আসেন। এই বৈচিত্র্যই বিচার বিভাগকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে
সহায়তা করে বলে তিনি জানান।
Akb tv news
13.05.2025