নিজস্ব প্রতিনিধি,
‘পরমাণু যুদ্ধ আটকে দিয়েছি’,।একথা
বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে ওয়াশিংটনে
একটি সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেন তিনি। তাঁর কথায়, ‘ গত শনিবার আমার প্রশাসনের
সহায়তায় সংঘর্ষ বিরতি টানা হয়েছে। আমি মনে করি, আমাদের এই মধ্যস্থতা স্থায়ী ভাবে দু’টি
পরমাণু দেশকে যুদ্ধ থেকে বিরত করতে পেরেছে।’ ‘আমরা একটা
পরমাণু যুদ্ধ আটকে দিয়েছি। যদি এটা হত, তাহলে এর পরিণাম ভয়াবহ হতে পারত। লক্ষ লক্ষ
মানুষের প্রাণ যেত। তাই এই যুদ্ধকে আটকে দিয়ে আমি খুব গর্বিত বোধ করছি বলে ডোনাল্ড
ট্রাম্প জানান।’
Akb tv news
13.05.2025