নিজস্ব প্রতিনিধি,
বিরোধীদের নেগেটিভ চিন্তাধারা ছাড়তে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক
সাহা। এব্যাপারে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, উনাদেরকে আমি কি
বলব। উনাদের তো আগে বুঝতে হবে। উনারা তো শুধু বিরোধিতার জন্য বিরোধী করেন।তারা সবসময়
নেগেটিভ চিন্তা ধারায় কথা বলেন। পজেটিভনেস উনাদের মধ্যে নেই। সবসময় নেগেটিভ কথা বলে
আমাদের যে ভাল কাজটি সেটাকে তারা নেগেটিভ চোখে দেখেন।তাই আমার মনে হয় ওদেরকে বোঝা উচিত
যে এভাবে করলে রাজ্য কখনো এগুবে না বলে জানান মুখ্যমন্ত্রী।
Akb tv news
13.05.2025