বুধবার রাজ্যে আসার পর বৃহস্পতিবার সকালে
সস্ত্রীক ত্রিপুরার মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে পূজা দিলেন দিলীপ ঘোষ। বিয়ের পর
থেকেই বার বার কটাক্ষের শিকার হচ্ছেন দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার। তবে
দিলীপ ঘোষ বরাবরই এর জবাব দিয়েছেন। আক্রমণের পালটা দিতে পিছুপা হননি কখনই। তবে এসবের
মাঝেই অতি সম্প্রতি রিঙ্কু দেবীর প্রথম পক্ষের একমাত্র সন্তান সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুতে নবদম্পতিকে নিয়ে কাটাছেঁড়া
চরমে ওঠে। যুবকের পরিণতির জন্য একাংশ দায়ী করেন রিঙ্কুকেই। যদিও ময়না তদন্তের রিপোর্টে
জানা যায়, একাধিক শারীরিক সমস্যা ছিল যুবকের।একমাত্র ছেলের মৃত্যু, তার উপর পারিপার্শ্বিক
চাপ, জোড়া চাপ কার্যত বিধ্বস্ত করে দিয়েছিল রিঙ্কুকে। সেই ঘা এখনও টাটকা। এসবের মাঝেই
ব্যক্তিগত সময় কাটাতে স্ত্রীকে নিয়ে ত্রিপুরা সফরে এসেছেন দিলীপ ঘোষ। এদিন ওই
দম্পতি শান্তি কালী আশ্রমেও যান।
Akb tv news
22.05.2025