আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এম এল এ হোস্টেলের নির্মাণকাজ নিয়ে প্রশ্ন তুললেন শান্তির বাজারের বিধায়ক প্রমোদ রিয়াং।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,

    বিধায়ক হোস্টেলে'র করুণ দশা। হোস্টেলের নির্মাণকাজ নিয়ে প্রশ্ন তুললেন শান্তির বাজারের বিধায়ক প্রমোদ রিয়াং। মাত্র দুই বছরেই হোস্টেলের রুমের ছাদ ফেটে জল পড়ছে রুমের ভিতর। শুধু তাই নয়, রুমের দরজা জানালা থেকে শুরু করে সবকিছু নিয়ে নিম্নমানের কাজের প্রশ্ন তুলেন বিধায়ক। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার রুমে জল পড়ছে। তখন আমি নিচের দিকে দেখলাম যে জলটা কোথা থেকে পড়ছে। এরপর উপরের দিকে তাকিয়ে দেখলাম উপর থেকে জল পড়ছে। ছাদ থেকে ছুঁয়ে ছুঁয়ে জল পড়ছে। সরকার আসার পর ২০২৩ সালে এই হোস্টেলটি নির্মাণ করা হয়েছে। দুই বছর পরই ছাদ দিয়ে জল পড়ছে। কাজটি অত্যন্ত নিম্নমানের হয়েছে বলে জানান তিনি।  

    Akb tv news 

    20.05.2025

     


    3/related/default