নিজস্ব প্রতিনিধি,
এবার সরকারি হোম থেকে শিশু পাচারের অভিযোগ
উঠল। মঙ্গলবার হোম পরিদর্শন করে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন বাম বিধায়ক নয়ন সরকার
ও গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটি। নরসিংগড়স্থিত স্টেট ফাউন্ডলিং হোম
অর্থাৎ সরকারি হোম থেকে ৩ বছরের এক শিশু কন্যা পাচারের অভিযোগ উঠেছে। এই খবরটি সামাজিক
মাধ্যমে দেখার পরই মাঠে নেমেছে গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটি। সেই মোতাবেক
গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটির তরফে এক প্রতিনিধি দল ও স্থানীয় বিধায়ক
নয়ন সরকার মঙ্গলবার সরকারি হোমটি পরিদর্শন করেন। এর সঙ্গে গোটা ঘটনার সঠিক তদন্ত ক্রমে,এই
চক্রের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান
বিধায়ক।এই বিষয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটি সরকারের কঠোর
হস্তক্ষেপ দাবি করেছে।ঘটনা সম্পর্কে গণতান্ত্রিক
নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটির এক প্রতিনিধি জানান, সামাজিক মাধ্যমে আমরা জানতে
পারলাম যে নরসিংগড়স্থিত সরকারি হোমের কয়েকজন স্টাফ মিলে ৩ বছরের এক কন্যা সন্তানকে
অন্যত্র দিয়ে দেয় যেটা বাচ্চার মা জানতেন না। সে বিষয়ে কথা বলার জন্য আমরা সেখানে
যায় এবং যারা সেই হোম দেখার দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলি। পাশাপাশি সঠিক তদন্ত করে আসল রহস্যটা কি
সেটা বের করার জন্য দাবি জানান তিনি। জানা গেছে, শিশুটির মা হোমে শিশুটিকে দিয়ে যাওয়ার
পর হোমেরই কয়েকজন স্টাফ হোমে কোন প্রকার রেজিস্ট্রেশন না করে শিশুর মা’কে কিছু না জানিয়ে শিশুটিকে অন্যত্র দিয়ে দেন। এখন শিশুটির মা দাড়ে দাড়ে ঘুরছেন শিশুটিকে ফিরে পাওয়ার
জন্য। কিন্তু তিনি কোন সহযোগিতা পাচ্ছেন না বলে জানা গেছে।
Akb tv news
20.05.2025