নিজস্ব প্রতিনিধি,
ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে ৯৭৫টি অফার লেটার প্রদান করা হয় মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় এই অনুষ্ঠান। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রি সুশান্ত চৌধুরী, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপি প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য ও রাজ্য পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন সহ পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা।এদিন অনুষ্ঠানের প্রথমে মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। এদিন ৯৭৫টি অফার লেটার বিতরন করা হয়। এরমধ্যে ৩৩২ জন হচ্ছে মহিলা ও পুরুষ হচ্ছে ৬৪৩ জন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, বহুদিন ধরেই পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য কত রকমের কথা হচ্ছিল। কবে হবে, দেবেন কিনা, আর কত কিছু। সবসময় একটা প্রশ্ন থেকেই যেত সামাজিক মাধ্যম থেকে শুরু করে সব জায়গায়। কিন্তু সময়ের কাজ সময়ে করে থাকে এই সরকার।সেই দিনটা আজ এসেছে বলে তিনি জানান।
Akb tv news
13.05.2025