সি.বি.এস.ই পরিচালিত ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। আগরতলার স্বনামধন্য বিদ্যায়তন ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের ফলাফল বেশ প্রত্যাশাজনক। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ২৫২ জন পরীক্ষার্থী। এরমধ্যে ৮ জন পরীক্ষার্থী ৯০ শতাংশের ও বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। ৪০ জন শিক্ষার্থী ৮০ শতাংশের উপর নম্বর পেয়েছে এবং ১৯৮ জন শিক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে।
কলা বিভাগে প্রথম স্থান দখল করেছে ঈশা দাস (৯৫.২%), দ্বিতীয় স্থান দখল করেছে স্নেহা দেবনাথ(৯৪.৪%), তৃতীয় স্থান দখল করেছে শুভ্রনীল পাল (৯৩.৪%)।
বাণিজ্য বিভাগে প্রথম স্থান দখল করেছে শ্যাম দত্ত(৭৬.৬%), দ্বিতীয় স্থান দখল করেছে ত্রিদিপ সাহা (৭৫%), তৃতীয় স্থান দখল করেছে রাজা সাহা (৭৩.৬%)।
মাধ্যমিক পরীক্ষায় ২২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। তার মধ্যে ২৭ জন শিক্ষার্থী ৯০ শতাংশের ও বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। ১০৫ জন শিক্ষার্থী ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে এবং ১৮৮ জন শিক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। প্রথম স্থান দাখিল করেছে দেবস্মিতা সাহা (৯৭.৬%), দ্বিতীয় স্থান যুগ্মভাবে দখল করেছে সুজাস সাহা ও দিয়া চৌধুরী (৯৫.৬%) এবং তৃতীয় স্থান দখল করেছে কৌশিক দেবনাথ (৯৪.৬%)।
বিদ্যালয় এর পক্ষ থেকে চেয়ারম্যান দেবাশীষ চক্রবর্তী, রিটায়ার্ড আইএফএস এবং বিদ্যালয়ের অধ্যক্ষা স্বপ্না সোম ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৩ই মে ২০২৫