আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাইকের নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু তিন বছরের এক শিশুর।। গ্রেফতার অভিযুক্ত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    মর্মান্তিক ঘটনা। মায়ের সঙ্গে ঘর থেকে বেরিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। ওই ঘটনায় রাজধানীর চন্দ্রপুর শ্রীলঙ্কাবস্তি এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ অভিযুক্ত বাইক  চালককে গ্রেফতার করেছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোমবার বিকেলে দক্ষিণ চন্দ্রপুর শ্রীলঙ্কা বস্তি এলাকায় উজ্জ্বল মিয়া নামে এক যুবকের বাইকের নিচে পড়ে মৃত্যু হয় তিন বছরের শিশু আবির দাসের। তার মৃত্যুকে ঘিরে শ্রীলংকা বস্তি এলাকায় আজ উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, অনুযায়ী উজ্জল মিয়া এই এলাকায় প্রতিদিনই দ্রুত গতিতে বাইক নিয়ে চলাচল করে। এদিন বিকেলে সে দ্রুত গতিতে বাইক চালিয়ে আসে শিশুটিকে ধাক্কা মারে। অত্যাধিক রক্তক্ষরণের ফলে শিশুটির মৃত্যু হয়। ঘটনার জেরে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয় সেই এলাকায়। ছুটে গিয়েছে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে সহ পুলিশের  উচ্চপদস্থ আধিকারিকরা। অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে সোমবার রাতেই আটক করা হয় বলে জানিয়েছেন পশ্চিম জেলার এসপি কিরণ কুমার কে। 


    akb tv news 

    27.05.2025

     


    3/related/default