আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রহস্যজনক ভাবে নিখোঁজ ১৪ বছরের এক ছাত্র।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,

    বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল ১৪ বছরের ছাত্র শুভদীপ ব্যানার্জি।  সোমবার সকালে শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর ১০ নং পাড়া এলাকার বাসিন্দা শুভদীপ মলয়নগর বোনের বাড়ি যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ। মঙ্গলবার দুপুর পর্যন্ত তার কোন খোঁজ খবর পায়নি।এদিকে সোমবার রাতেই শ্রীনগর থানায় নিখোঁজ ডাইরি করেন শুভদীপের বাবা শম্ভু ব্যানার্জি। ছেলে নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন বাবা-মা। তারা প্রশাসনের পাশাপাশি সংবাদ মাধ্যমেরও দারস্হ হয়েছেন নিখোঁজ ছেলেকে খোঁজে বের করার জন্য। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভদীপের বাবা জানান, সোমবার সকাল নয়টা নাগাদ সে বোনের বাড়িতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছে। এরপর রাতে শ্রীনগর থানায় নিখোঁজ ডাইরি করেছি।রাতভর তাকে অনেক খোঁজাখুঁজি করেছি। এখন পর্যন্ত তার কোন খোঁজ পায়নি। বাড়িতে কোন ঝামেলা নেই। সে প্রায়ই বোনের বাড়িতে যায় বলে তিনি জানান। 


    akb tv news 

    27.05.2025

     

    3/related/default