নিজস্ব প্রতিনিধি,
কানাডায় জি-৭ সম্মেলনে সন্ত্রাস দমনে ভারতের অবস্থানের কথা বিশ্বের রাষ্ট্রনেতাদের কাছে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাঁমে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানানোর জন্য মঙ্গলবার ওই সম্মেলনে রাষ্ট্রনেতাদের ধন্যবাদও জানান তিনি। পহেলগামে জঙ্গি হামলাকে ‘মানবতা’-র উপর হামলা বলে মন্তব্য করেন। এদিন জি-৭ সম্মেলনের ফাঁকে রাষ্ট্রনেতাদের সঙ্গে পার্শ্ববৈঠকও করেন নরেন্দ্র মোদী। কানাডার সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ককে ফের মজবুত করার বার্তা দিলেন তিনি। কানাডা সফর শেষে জি-৭ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য কানাডার সাধারণ মানুষ ও সেদেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।কানানাস্কিসে জি-৭ সম্মেলনে যোগ দিতে সোমবার কানাডায় যান নরেন্দ্র মোদী। মঙ্গলবার জি-৭ সম্মেলনে যোগ দেন তিনি। তারই ফাঁকে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের সঙ্গেও ‘ইতিবাচক ও গঠনমূলক’ বৈঠক হয় প্রধানমন্ত্রীর।
Akb tv news
18.06.2025

