নিজস্ব প্রতিনিধি,
মনু নদীর জল বাড়ছে। কৈলাসহরে শহরে নদীর জল ঢুকে পড়ছে। জল জমে যাচ্ছে শহরের বিভিন্ন জায়গায়। গ্রামের অবস্থা আরও করুন। অনেক জায়গায় জলে প্লাবিত হয়ে রয়েছে। লক্ষি ছ্ড়ার স্লুইচ গেইট নষ্ট হয়ে পড়ার ফলে কৈলাসহরে শহরে নদীর জল ঢুকে পড়ছে। রবিবার বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গিয়ে এ কথা বলেন বিধায়ক বীরজিৎ সিনহা। তিনি এদিন জানান ডিজাস্টার ম্যানেজমেন্টের বেশ কয়েকটি বোট নষ্ট হয়ে আছে। যার জন্য উদ্ধার কাজে ব্যহত হচ্ছে। এদিন তিনি পরিষ্কার জানান যে স্থানীয় এই স্লুইচ গেইটটি ঠিক করার জন্য তিনি আগেও বার বার ব্লেছিলেন কিন্তু টা ঠিক করা হয় নি। যার জেরে কৈলাসহরে শহরে নদীর জল ঢুকে পড়ছে।
Akb tv news
01.06.2025