নিজস্ব প্রতিনিধি,
গত দু’দিনের ভারী বর্ষণের ফলে জলমগ্ন হয়ে পড়েছে রাজধানী আগরতলা থেকে শুরু
করে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমার। বাড়ি ঘরে জল প্রবেশ করায় অসহায় লোকজনেরা গিয়ে
আশ্রয় নিয়েছেন বিভিন্ন ত্রান শিবিরে।সোমবার
রাজধানীর ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অধীন বেণী মাধব বিদ্যাপীঠ স্কুলে ত্রান শিবিরে
আশ্রিত বন্যায় কবলিত সাধারণ জনগণকে সহায়তা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা
বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব।এদিন তিনি ত্রান শিবিরে গিয়ে শিবিরটি ঘুরে দেখেন ও
জনগণের সঙ্গে কথা বলেন।তারা ঠিকমত খাবার পাচ্ছে কিনা সেবিষয়ে তাদের কাছ থেকে খবরা-খবর
নেন সাংসদ।তিনি শিবিরে আশ্রিতদের হাতে খাদ্য সামগ্রির একটি করে ব্যাগ তুলে দেন। এদিন
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এবছর বৃষ্টি সময়ের আগে চলে এসেছে। ঘুরে দেখুন
সমস্ত জায়গায় ড্রেনের কাজ চলছে। স্বয়ং মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ড্রেনের কাজ চলছে।
স্বাভাবিক ভাবেই কাজ গুলি যখন চলছে অনেকে প্রশ্ন করতে পারেন বর্ষার সময় ড্রেনের কাজ
কেন ধরলেন। এবছর সারা দেশেই বর্ষা এক মাস আগে এসেছে বলে তিনি জানান।
Akb tv news
02.06.2025