নিজস্ব প্রতিনিধি,
এবার দেশের সুপ্রিম কোর্টে বাড়ছে দৈনন্দিন কাজের নিয়ম। এনিয়ে
সোমবার প্রকাশিত হয় নয়া নির্দেশিকা। আগামী ১৪ই জুলাই থেকে কার্যকর হবে এই নয়া
নির্দেশিকা। জানা গিয়েছে, আংশিক কাজের দিন, শনিবার ও ছুটির দিন ছাড়া প্রধান
বিচারপতির অন্যরকম নির্দেশ না থাকলে, অন্যান্য দিনের মত সকাল ১০টা থেকে বিকেল ৫টা
পর্যন্ত আদালতের কাজকর্ম চলবে। অত্যন্ত জরুরি না হলে বিকেল সাড়ে চারটের পর কোন
আবেদন নেওয়া হবে না। এমনটাই জানানো হয়েছে নির্দেশিকায়। শনিবারও সকাল ১০টা থেকে
দুপুর ১টা পর্যন্ত আদালতের দরজা খোলা থাকবে। কিন্তু জরুরী বিষয় না হলে তা গৃহীত
হবে না। যদি তেমন বিষয় থাকে তবে তা দুপুর ১২টার মধ্যে অনুমোদিত হবে।
Akb tv news
17.06.2025
