আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তিপ্রা মথা দলের জেলা শাসক অফিসে তালা ঝুলানো কর্মসুচি নাটক।। বিধায়ক সুদীপ রায় বর্মণ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    গোমতী জেলার জেলা শাসক অফিসে সোমবার তালা ঝুললো। তিপ্রা মথা দলের এই কর্মসুচিকে নাটক বলে আখ্যায়িত করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এই ভাবে বিরোধীতা করলে  সরকার থেকে বেরিয়ে আসুক তিপ্রা মথা। সোমবার এব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, যদি এমনটা হয়ে থাকে তাহলে ভাল অন্যায় হয়েছে। প্রথম দিন জেলা শাসক দেখা করেন নি। তা খবরের কাগজে দেখানো হয়েছে। গোমতী জেলার জেলা শাসক তড়িৎ চাকমা তিপ্রা মথা দলের সুপ্রিমোর সাথে দেখা করেননি বলে আমরা নিন্দা জানিয়েছিলাম ব্যক্তিগত দলের তরফ থেকে।তবে আজকে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা নাটক বলে তিনি জানান।  


    Akb tv news 

    02.06.2025


    3/related/default