নিজস্ব প্রতিনিধি,
রাজ্যের বিরোধী দলনেতার বলা বেশ কিছু বক্তব্য নিয়ে মঙ্গলবার রাজধানীর প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে মন্তব্য করলেন রাজ্যের বিদ্যুৎ ও কৃষি
মন্ত্রী রতন লাল নাথ। এদিন তিনি বলেন, রাজ্যের বিরোধী দলনেতা বক্তব্য রাখতে গিয়ে এমন
কিছু ভাষা ব্যবহার করেছেন যা প্রমান করে তিনি তাঁর ভাষা জ্ঞানের অক্ষমতাকে তুলে ধরলেন
তাঁর বক্তব্যে। রতন বাবু অভিযোগ
করেন যে রাজ্যের বিরোধী দলনেতা একটি মহকুমায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন লম্বা যত আহমক
তত। বিজেপি বাটপার, তিপ্রা মথা বাটপার। আসামে একজন বাটপার আছে
যিনি আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। বর্তমানে একজন মুখ্যমন্ত্রী। রতন বাবু বলেন তিনি
আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে বোঝাতে চেয়েছেন। তিনি এদিন বলেন এই ধরনের
কথা বলে জিতেনবাবু তাঁর কোয়ালিটির জাত চেনালেন। তিনি এই ধরনের কথা বলে তাঁর দলের অনেক
নেতা আছেন যারা বিপ্লব দেব থেকেও দৈহিক উচ্চতায় বেশি তাদেরকেও তিনি তবে আহমক বলেছেন।
এই প্রসঙ্গে এদিন মন্ত্রী রতন লাল নাথ এমন অনেক মহান বিজ্ঞানী, লেখক, সিনেমা পরিচালক
থেকে শুরু করে বিভিন্ন খেলোয়াড় সহ অনেকের নাম শ্রদ্ধার সাথে উল্লেখ করেন এবং জিতেন
বাবুর এই কথার প্রতি টিপ্পনি করেন। এদিন তিনি সাফ জানান ভাষা সংক্রান্ত জ্ঞান ঠিক ঠাক না থাকায়
, কথা বলার বা বোঝার ক্ষমতা কম থাকায় জিতেন বাবু তাঁর সেই অক্ষমতার জাত চেনালেন আবারও। এদিন মন্ত্রী রতন লাল নাথ আরও উল্লেখ করেন যে রাজ্যের বিরোধী দলনেতাকে
বিধানসভায় রাজ্যের জনগণের বিভিন্ন দিক তুলে ধরার জন্য অনেক সময় দেওয়া হয়। কারন বিরোধী
দলনেতাকে গণতন্ত্রে ছায়া মুখ্যমন্ত্রীও বলা হয়ে থাকে। মন্ত্রী রতন লাল নাথ অভিযোগ করেন
রাজ্যের জনগণের কথা বিধানসভায় ঠিক করে তুলে ধরতে পারছেন না বিরোধী দলনেতা। এতে রাজ্যবাসির
ক্ষতি হচ্ছে বলে মনে করেন তিনি।
Akb tv news
17.06.2025

.jpg)