আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পহেলগাম জঙ্গি হামলার ঘটনায় বড়সর সাফল্য এন আই এ’র ।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,

    কাশ্মীরের পহেলগামে সংঘটিত জঙ্গি হামলার ঠিক দু’মাসের মাথায় বড়সর সাফল্য পেল NIA। ওই হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা। এনআইএর দাবি, ওই দুই জঙ্গি মূল হামলাকারীদের আশ্রয়দাতা হিসাবে কাজ করেছে। এনআইএ সূত্রের খবর, কাশ্মীরের হিলপার্ক এলাকায় ৩ জঙ্গিকে আশ্রয় দিয়েছিল এই দুই জঙ্গি।জাতীয় তদন্তকারী সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, পহেলগাম হামলার তদন্তে বড়সড় সাফল্য  পেয়েছে তারা। সশস্ত্র সন্ত্রাসবাদীদের কাশ্মীরে থাকার ব্যবস্থা করে দেওয়া থেকে পরিকল্পনায় সক্রিয়ভাবে যুক্ত থাকা দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। পারভেজ আহমেদ জোঠার নামে এক জঙ্গি কাশ্মীরের বাতকোটের এবং বসির আহমেদ জোঠার নামে ওপর জঙ্গি হিলপার্কের বাসিন্দা। এনআইএ’র তদন্তে উঠে এসেছে, ওই দুই জঙ্গি পহেলগামের হিলপার্ক এলাকায় কুঁড়ে ঘর তৈরি করে জঙ্গিদের আশ্রয় দিয়েছিল। তাদের খাবার দাবার ও অন্যান্য প্রয়োজনীয় সব জিনিস পত্রের ব্যবস্থাও এরাই করেছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই দুই জঙ্গি কাশ্মীরের বাসিন্দা হলেও আসলে তারা পাকিস্তানের নাগরিক। দু’জনেই লস্কর-ই-তৈবার সদস্য। ভারতে হামলার উদ্দেশে অনেকদিন আগেই কাশ্মীরে এসে বাসা বাঁধে তারা। এই দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে মূল হামলাকারীদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন জঙ্গি হামলার  তদন্তকারীরা।

     Akb tv news 

    22.06.2025

    3/related/default