নিজস্ব প্রতিনিধি,
শুক্রবার
জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এদিন শহরতলির যোগেন্দ্রনগরস্থিত আদর্শ যুব সংস্থার উদ্যোগে আয়োজিত রথযাত্রা উৎসবে সামিল হলেন রাজ্যের
প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। জগন্নাথ , বলরাম ও শুভদ্রার রথে
পুজো দিয়ে রথের দড়ি টেনে রাজ্যবাসির মঙ্গল কামনা করেন তিনি। অনুষ্ঠানে প্রাক্তন
মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ১৩ প্রতাপগড় মণ্ডল সভানেত্রী স্বপ্না দাস ও
কাউন্সিলর রুমা দাস সহ দলের স্থানীয় নেতৃত্বরা। অনুষ্ঠানে বিপ্লব কুমার দেব বলেন,
আমরা সকলে ভারতীয়। সংস্কৃতি ও সংস্কার আমাদের মধ্যে রয়েছে। তাই সংস্কৃতি ও সংস্কার এই দুটিই ভারতীয় ঐক্যকে এক জায়গায়
গণ্ডিবদ্ধ করে রাখে। বিভিন্ন সময় অনেকে প্রচেষ্টা করেছেন আমাদের এই সংস্কৃতি ও
সংস্কারকে ব্যর্থ করার জন্য। কমিউনিস্টরা করেছে, মুঘল শাসকরা করেছে, লোভী শাসকরা
করেছে বলে তিনি জানান।
Akb tv news
27.06.2025