আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সংস্কৃতি ও সংস্কার এই দুটিই ভারতীয় ঐক্যকে এক জায়গায় গণ্ডিবদ্ধ করে রাখে।। সাংসদ বিপ্লব কুমার দেব।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি, 

     শুক্রবার জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এদিন শহরতলির যোগেন্দ্রনগরস্থিত আদর্শ যুব সংস্থার  উদ্যোগে আয়োজিত রথযাত্রা উৎসবে সামিল হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। জগন্নাথ , বলরাম ও শুভদ্রার রথে পুজো দিয়ে রথের দড়ি টেনে রাজ্যবাসির মঙ্গল  কামনা করেন তিনি। অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ১৩ প্রতাপগড় মণ্ডল সভানেত্রী স্বপ্না দাস ও কাউন্সিলর রুমা দাস সহ দলের স্থানীয় নেতৃত্বরা। অনুষ্ঠানে বিপ্লব কুমার দেব বলেন, আমরা সকলে ভারতীয়। সংস্কৃতি ও সংস্কার আমাদের মধ্যে রয়েছে। তাই সংস্কৃতি ও সংস্কার এই দুটিই ভারতীয় ঐক্যকে এক জায়গায় গণ্ডিবদ্ধ করে রাখে। বিভিন্ন সময় অনেকে প্রচেষ্টা করেছেন আমাদের এই সংস্কৃতি ও সংস্কারকে ব্যর্থ করার জন্য। কমিউনিস্টরা করেছে, মুঘল শাসকরা করেছে, লোভী শাসকরা করেছে বলে তিনি জানান।  

    Akb tv news 

    27.06.2025

    3/related/default