নিজস্ব প্রতিনিধি,
ত্রিপুরা ভারতীয় খাদ্য নিগম চেয়ারম্যান পদে দায়িত্ব পাওয়ার পর এই প্রথম বুধবার নিজ অফিসে সকল আধিকারিকদের নিয়ে এক বৈঠকে মিলিত হন রাজীব ভট্টাচার্য। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি বলেন, এফ সি আই এর কমিটি গঠিত হওয়ার পর এই প্রথম বৈঠক করেছি l আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য সুরক্ষা নিয়েও কথা হয়েছে l পাশাপাশি গোডাউন নিয়েও কথা হয়েছে l আমাদের রাজ্যের তিনটি জেলাতেও গোডাউনের তৈরি করার কথা হয়েছে l যেখানে আপদ কালীন অবস্থায় খাদ্য মজুদ রাখা যাবে l সেটা ধসই হোক বা প্রাকৃতিক বিপর্যয়ই হোক বলে তিনি জানান l
Akb tv news
02.07.2025