আগামীকাল থেকে শুরু ঐতিহ্যবাহী খারচি পূজা ও মেলা ll AKB TV News

আরশি কথা


 নিজস্ব প্রতিনিধি,

বৃহস্পতিবার ঐতিহ্যবাহী খারচি পূজা ও মেলা শুরু হবে খয়েরপুরস্থিত চতুর্দশ দেবতা মন্দিরে l বুধবার সম্পূর্ণ হল স্নানযাত্রা l এদিন চতুর্দশ দেবতা মন্দিরে চৌদ্দ দেবতাদের স্নানযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে স্নান করানো হয় l মেলা সম্পর্কে বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী জানান, ঐতিহ্যবাহী খারচি মেলাকে কেন্দ্র করে মেলার প্রস্তুতি প্রায় চূড়ান্ত l আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার হাত ধরে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী খারচি পূজা ও মেলার সূচনা হবে l অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী , বিধায়িকা স্বপ্ন দেববর্মা ও স্থানীয় বিধায়ক সহ অন্যান্যরা l পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারি কসহ পুলিশ প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত থাকবেন l ইতিমধ্যে মন্দিরে দূর দূরান্ত থেকে সাধু সন্যাসীরাও এসে পড়েছেন । রাজ্যের বিভিন্ন স্থানে নাকা পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে l সবদিক থেকেই প্রস্তুতি চূড়ান্ত বলে চেয়ারম্যান জানান l 

Akb tv news 

02.07.2025

3/related/default