নিজস্ব প্রতিনিধি,
মৃত্যুর মধ্য দিয়ে যদি ভালোবাসার শেষ পরিণতি হয়, তাহলে সেটা কিন্তু খুবই মর্মান্তিক ! এই ভালবাসা থেকেই পারিবারিক কলহে প্রাণ কেড়ে নিল এক তরুণী বধূ এবং তার গর্ভজাত সন্তানের। বিয়ের মাত্র এক বছরও হয়নি l মর্মান্তিক এই ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে সোনামুড়া মহকুমার কলসীমুড়া পঞ্চায়েতের বড়দোলা ৬ নম্বর ওয়ার্ড এলাকায়। এব্যাপারে মৃতার মা জানান, আমার মেয়েকে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে গেছে l বিয়ে হয়েছে প্রায় এক বছর হতে চলেছে l বর্তমানে মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল l শ্বশুরবাড়ি লোকজন তাকে কারোর সঙ্গে মেলামেশা করতে দিত না, কথা বলতে দিত না, সব সময় চোখে চোখে রাখত l এমনকি বাপের বাড়িতেও আসতে দিত না l জামাই ও শ্বশুর নেশা করে সব সময় l অশান্তি থাকত পরিবারে l মেয়ে কোন ভাবেই নিজের জীবন দিতে পারে না l মেয়ের শরীরে কোন দাগ নেই। যদি নিজের জীবন দিত তাহলে শরীরে কোন দাগ থাকত বলে জানান মৃতার মা l এমন ঘটনা যাতে আর অন্য কারোর সাথে না হয় l এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি l
Akb tv news
02.07.2025