আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রেমের ভয়াবহ পরিণতি ll এক গর্ভবতী গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

     মৃত্যুর মধ্য দিয়ে যদি ভালোবাসার শেষ পরিণতি হয়, তাহলে সেটা কিন্তু খুবই মর্মান্তিক ! এই ভালবাসা থেকেই পারিবারিক কলহে প্রাণ কেড়ে নিল এক তরুণী বধূ এবং তার গর্ভজাত সন্তানের। বিয়ের মাত্র এক বছরও হয়নি l মর্মান্তিক এই ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে সোনামুড়া মহকুমার কলসীমুড়া পঞ্চায়েতের বড়দোলা ৬ নম্বর ওয়ার্ড এলাকায়। এব্যাপারে মৃতার মা জানান, আমার মেয়েকে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে গেছে l বিয়ে হয়েছে প্রায় এক বছর হতে চলেছে l বর্তমানে মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল l শ্বশুরবাড়ি লোকজন তাকে কারোর সঙ্গে মেলামেশা করতে দিত না, কথা বলতে দিত না, সব সময় চোখে চোখে রাখত l এমনকি বাপের বাড়িতেও আসতে দিত না l জামাই ও শ্বশুর নেশা করে সব সময় l অশান্তি থাকত পরিবারে l মেয়ে কোন ভাবেই নিজের জীবন দিতে পারে না l মেয়ের শরীরে কোন দাগ নেই। যদি নিজের জীবন দিত তাহলে শরীরে কোন দাগ থাকত বলে জানান মৃতার মা l এমন ঘটনা যাতে আর অন্য কারোর সাথে না হয় l এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি l

    Akb tv news 

    02.07.2025

    3/related/default