রাজ্যের নব নির্বাচিত মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিধায়ক কিশোর বর্মণ ।। AKB TV News

আরশি কথা


  নিজস্ব প্রতিনিধি,

রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারন হল। মন্ত্রিসভায় স্থান পেলেন বিধায়ক কিশোর বর্মণ। বৃহস্পতিবার বিধানসভার লবিতে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের নব নির্বাচিত মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।  নলছড়ের বিধায়ককে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে বিধানসভার লবিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী বিকাশ দেব্বর্মা, মন্ত্রী শান্তনা চাকমা, মেয়র দীপক মজুমদার ও সকল বিধায়ক-বিধায়িকা সহ প্রশাসনের উচ্চ পদস্থ  আধিকারিকরা। শপথ বাক্য পাঠ করার পর মুখ্যমন্ত্রী সহ উপস্থিত মন্ত্রিসভার সদস্য –সদস্যারা নতুন সদস্যকে শুভেচ্ছা জানান। শপথ বাক্য পাঠ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নয়া মন্ত্রী কিশোর বর্মণ প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।তিনি বলেন, আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ সৈনিক। দফতর এখনো বন্টন হয় নি। আমি এসব নিয়ে ভাবনা চিন্তা করি না। দল আমাকে যখন যেরকম পরিস্থিতিতে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করে এসেছি। আগামী দিনেও যেই দায়িত্ব দেবে তা নিষ্ঠার সঙ্গে পালন করব বলে তিনি জানান।   

Akb tv news 

03.07.2025

3/related/default