নিজস্ব প্রতিনিধি,
সোমবার খোলা হল মায়ের মন্দিরের প্রণামী বাক্স। মাতাবাড়ির প্রণামী বাক্সে
মিলল মার্কিন ডলার থেকে শুরু করে বিভিন্ন দেশের মুদ্রা।সোমবার ১৮ জন সদস্যের একটি দল
মায়ের প্রণামী বাক্সের টাকা গননার কাজ করে। প্রসঙ্গত, গত ২৪শে এপ্রিল ৫১ পীঠের অন্যতম
পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের প্রণামী বাক্স খোলা হয়েছিল।এরপর অতি
সম্প্রতি ৭ই জুলাই দিনটি ধার্য করে গোমতী জেলার জেলা শাসকের নির্দেশানুসারে ১৮ জনের
একটি টিম তৈরি করে দেওয়া হয় যাতে করে প্রণামী বাক্স গুলো খুলে গণনা করা হয়। সেই
অনুসারে সোমবার ১৪টি প্রণামি বাক্স ও একটি বড় লোহার সিন্দুক খোলে গণনা করা হয়। সন্ধ্যা
রাত পর্যন্ত চলে টাকা গননার কাজ। প্রণামীর বাক্স খুলে বিদেশের তথা নেপাল, বাংলাদেশ,
ভুটান সহ বেশ কয়েকটি দেশের টাকা পাওয়া গেছে। তাতে অনুমান করা হচ্ছে বিদেশি পর্যটকরাও
ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে আসছেন।
Akb tv news
07.07.2025