নিজস্ব প্রতিনিধি,
ত্রিপুরা
মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের বছর বাঁচাও পরীক্ষা শেষে ফলাফল প্রকাশিত হল বৃহস্পতিবার। পর্ষদ ভবনে সাংবাদিক সম্মেলনের
মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি
ডঃ ধনঞ্জয় গন চৌধুরী ও পর্ষদ সচিব দুলাল দে। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি ড.
ধনঞ্জয় গণ চৌধুরী জানান, বছর বাঁচাও পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের
পাশের হার বেড়েছে। পাশের হার বেড়ে মাধ্যমিকে ৯২.৫১ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে ৮৮.২৪
শতাংশ হয়েছে। এবছর উচ্চমাধ্যমিকে পুণঃ মূল্যায়ণের পর ২৯৯৫ জন ছাত্র ছাত্রী বছর
বাঁচাও পরীক্ষায় দেওয়ার যোগ্য ছিল। কিন্তু তিন বিভাগ মিলে মোট ২৭১০ জন
পরীর্ক্ষার্থী বসেছিল। বাকিরা পরীক্ষায় বসেনি। তাতে পরীক্ষায় পাশ করেছে ১৯১৯ জন
ছাত্র ছাত্রী। ফেল করেছে ৭৯১ জন। উচ্চমাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় পাশের হার
৭০.৮১ শতাংশ।একইভাবে মাধ্যমিককে পুণঃ মূল্যায়ণের পর ৩১৫৫ জন ছাত্র ছাত্রী বছর
বাঁচাও পরীক্ষাতে বসার যোগ্য ছিল। কিন্তু ২৭৭২ জন পরীক্ষায় বসেছিল। বাকিরা
পরীক্ষায় বসেনি। তাতে পরীক্ষায় পাশ করেছে ১৭৫৭ জন ছাত্র ছাত্রী। ফেল করেছে ১০১৫
জন। তাতে মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় পাশের হার ৬৩.৩৮ শতাংশ বলে তিনি জানান।
Akb tv news
24.07.2025