নিজস্ব প্রতিনিধি,
অতি সম্প্রতি দেশের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়।
এবার বিদায়ী সংবর্ধনা দিতে হবে তাঁকে। এই জোরাল দাবি তুলল কংগ্রেস। ইস্তফা দেওয়ার
পর অনুষ্ঠিত রাজ্যসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এই দাবি তোলে কংগ্রেস। তা
নিয়ে দিল্লির রাজনৈতিক আঙিনায় জোর চর্চা চলছে। কংগ্রেসের দাবিতে যে সরকারের
অস্বস্তি স্বভাবতই বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। প্রত্যাশিতভাবেই এই দাবি মানতে
নারাজ সরকার পক্ষ। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক
দলগুলিরও সায় নেই এই প্রস্তাবে। তা সত্ত্বেও বৃহস্পতিবার রাজ্যসভায় এই দাবি তুলে
কংগ্রেস। সূত্রের খবর, এদিন একাধিক রাজ্যসভার সাংসদের বিদায়ী সংবর্ধনা দেওয়ার কথা
রয়েছে।
Akb tv news
24.07.2025