আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সুপ্রিম কোর্টের পরামর্শ মানতে নারাজ জাতীয় নির্বাচন কমিশন।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    সুপ্রিম কোর্টের পরামর্শ মানতে নারাজ দেশের নির্বাচন কমিশন। গত ১০ই জুলাই শীর্ষ আদালতে বিহারের ভোটার সমীক্ষার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ভিত্তিতে চলা শুনানিতে কমিশনকে পরিচয়-তথ্য হিসাবে আধার, রেশন ও ভোটার কার্ডকে গণ্য করার পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। সোমবার সেই আবেদনের ভিত্তিতে একটি ‘জবাবি’ হলফনামা শীর্ষ আদালতে জমা দিয়েছে কমিশন। তাতে তারা জানিয়েছে, সংশোধিত ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার, ভোটার কিংবা রেশন কার্ড গন্য হবে না। তাদের সংযোজন, কোনও ব্যক্তির ভোটার হওয়ার জন্য সাংবিধানিক রূপরেখা অনুযায়ী তার নাগরিকত্ব বৈধ কিনা তাও খতিয়ে দেখার দায়বদ্ধতা ও সাংবিধানিক অধিকার নির্বাচন কমিশনের রয়েছে। যদিও তারা জানিয়েছে যে কোনও ব্যক্তি ভোটার হতে না পারলে তার নাগরিকত্ব চলে যাবে এমনটাও নয়। কিন্তু কেনই বা রেশন বা আধার কার্ডকে গন্য করতে চাইছে না কমিশন? সেই প্রসঙ্গে তাদের যুক্তি, সারা দেশে প্রচুর ভুয়ো রেশন কার্ড রয়েছে। সুতরাং, তার উপর ভিত্তি করে ভোটার তালিকা সংশোধন করা সম্ভব নয়। আর এই ভুয়ো রেশন কার্ড তৈরি হয়েছে আধার কার্ডের সহায়তায়। অতএব সেটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে বলে উল্লেখ করে নির্বাচন কমিশন।

    Akb tv news 

    22.07.2025


    3/related/default