আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফটিকরায়ের জনগণের সমস্যা সমাধানের লক্ষ্যে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    মঙ্গলবার ফটিকরায়ের জনগণের মৌলিক সমস্যা সমাধানের লক্ষ্যে পর্যালোচনা বৈঠক করলেন ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস। ফটিকরায়ের আম্বেদকর কলেজের কনফারেন্স হলে মন্ত্রীর পৌরহিত্যে হয় বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা শাসক, মহকুমা শাসক, পানীয় জল ও স্বাস্থ্য নিধি, বিদ্যুৎ এবং পূর্ত দপ্তরের জেলা ও মহকুমা স্তরের আধিকারিকরা। ছিলেন ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরাও।  বৈঠকে মন্ত্রী জানান, ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাঘাটের সমস্যা ,পানীয় জলের ইস্যু ,বিদ্যুৎ পরিষেবা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।বিধানসভা কেন্দ্রের অধীন জনগণকে সার্বিক সুবিধা প্রদানের লক্ষ্যেই এই বৈঠক।বর্তমানে ফটিকরায় বিধানসভা কেন্দ্রের কোন স্থানে সংশ্লিষ্ট দপ্তর গুলির কাজ নিয়ে কোন সমস্যা রয়েছে কিনা সেই বিষয়টিও বিস্তারিতভাবে আলোচনা হবে বলে জানান মন্ত্রী।

    Akb tv news 

    29.07.2025


    3/related/default