নিজস্ব প্রতিনিধি,
কেন্দ্রীয়
সরকার প্রদত্ত পরিচয় পত্রকে মানতে নারাজ জাতীয় নির্বাচন কমিশন। এক রাজনৈতিক দলকে
সুবিধা পাইয়ে দিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। এর
বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিহারে ভোটার তালিকায় বিশেষ
নিবিড় সংশোধনের মাধ্যমে বৈধ ভোটারদের বাদ দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে সেই সংশোধন
তালিকায় কোন এক রাজনৈতিক দলের সমর্থকদের নামই থাকছে। গোটা দেশজুড়ে এর বিরোধিতা
চলছে। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল এর বিরোধিতা করছেন। এই বিশেষ নিবিড় সংশোধনের
মাধ্যমে ভারতের নির্বাচন কমিশন ভারত সরকার দ্বারা প্রদত্ত পরিচয় পত্রকে মান্যতা
দিচ্ছে না। এটি সংবিধান বিরোধী। সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে এই সংশোধন
প্রক্রিয়া চালানো হচ্ছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
Akb tv news
29.07.2025