আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শিব পূজা করতে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ভক্তদের ।। AKB TV News

    আরশি কথা


      নিজস্ব প্রতিনিধি,

    শ্রাবণ মাস মানেই শিবের জন্ম মাস। সেই অনুসারে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। এদিন আগরতলা শহরের বিভিন্ন শিব মন্দিরে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। নিজের স্বামী, সন্তান ও সংসারের মঙ্গল কামনার্থে শিবের আরাধনায় ব্রতি হয় সকলে।এব্যাপারে শিব মন্দিরের এক পুরোহিত জানান, বছর হিসেবে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। এদিন সকাল থেকেই মন্দিরে উপচে পড়া ভিড় ছিল।ভক্তরা বিভিন্ন জায়গা থেকে জল এনে ভগবান শিবকে অভিষেক করেন।এর সঙ্গে পরিবার, স্বামী ও সন্তানের মঙ্গল কামনায় ভগবান শিবের কাছে আরাধনা করেন বলে তিনি জানান।

    Akb tv news 

    21.07.2025


    3/related/default