নিজস্ব প্রতিনিধি,
ত্রিপুরা উচ্চ আদালতে প্রধান বিচারপতি হিসেবে মঙ্গলবার শপথ নিলেন বিচারপতি মামিদানা সত্যরত্ন শ্রী রামচন্দ্র রাও। সকাল দশটায় রাজভবনের দরবার হলে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু। বিচারপতি মামিদানা সত্যরত্ন শ্রী রামচন্দ্র রাও ঝাড়খন্ড উচ্চ আদালতে বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, পর্যটন ও পরিবহণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ , বন মন্ত্রী অনিমেষ দেববর্মা , জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। এদিন হাইকোর্টের মুখ্য বিচারপতিকে অভিনন্দন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত ত্রিপুরা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করায় এদিন বিচারপতি মামিদানা সত্যরত্ন শ্রী রামচন্দ্র রাও ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
Akb tv news
22.07.2025