নিজস্ব প্রতিনিধি,
অবশেষে জনজাতি অধ্যুষিত লংথাই পাহাড়ের শিকারিবাড়ি এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের
দীর্ঘদিনের দাবি পূরণ হল। সোমবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল নবনির্মিত
মার্কেট শেডের। যা এমডিসি তহবিলের আর্থিক অনুদানে নির্মিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা
ও এমডিসি বিদ্যুৎ দেববর্মা। ফিতা কেটে মার্কেট শেডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী
বিকাশ দেববর্মা। অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজন, ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় নাগরিকরা
উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, শিকারিবাড়ি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ঝড়-বৃষ্টি
বা গরমের তিব্র দাবদাহকে উপেক্ষা করে জাতীয় সড়কের পাশে বসে বনের লতাপাতা ও জুমের
ফসল ইত্যাদি বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। অবশেষে তাদের সেই কষ্ট কিছুটা
লাঘব করতে এমডিসি বিদ্যুৎ দেববর্মার উদ্যোগে এই মার্কেট শেডটি নির্মিত হয়। মন্ত্রী
তাঁর ভাষণে বলেন, "পিছিয়ে পড়া জনজাতি জনগণের অর্থনৈতিক ও সামাজিক মানোন্নয়নের
জন্য শিক্ষা অন্যতম প্রধান মাধ্যম।"পারিবারিক কষ্ট যতই থাকুক না কেন, ছেলে মেয়েদের
শিক্ষিত করে তোলার দায়িত্ব এড়ানো চলবে না বলে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন।
Akb tv news
21.07.2025