আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিশেষ ট্রেন চালু করার দাবীকে অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ গ্রহণ করায় কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিপ্লব কুমার দেব।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    আগরতলা – হরিদ্বারের মধ্যে সপ্তাহে একদিন বিশেষ ট্রেন চালু করার দাবীকে অগ্রাধিকার দিয়ে এই মর্মে পদক্ষেপ গ্রহণ করার জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। জানা যায়, সোমবার কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফ থেকে এক বিবৃতি জারি করে জানানে হয়েছে, আগরতলা এবং হরিদ্বারের মধ্যে সপ্তাহে একবার একটি নতুন বিশেষ ট্রেন চালু করার বিষয়ে সাংসদ বিপ্লব কুমার দেব গত ১৯ জুলাই একটি চিঠি দিয়েছেন। ওই দাবিকে মান্যতা দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সপ্তাহে একবার আগরতলা এবং হরিদ্বারের মধ্যে একটি নতুন বিশেষ ট্রেন চালু করার জন্য সম্ভাব্যতা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবেও এদিন জানানো হয়। 

    Akb tv news 

    28.07.2025

    3/related/default