নিজস্ব প্রতিনিধি,
নির্বাচন কমিশনের ভোটার তালিকার
নিবিড় সংশোধনী স্থগিত করতে রাজি নয় সুপ্রিম কোর্ট। বিহারে বিধানসভা নির্বাচনের আগে
ভোটার তালিকা নিবিড়ভাবে সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তকে
চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছিল। সোমবার সেই মামলার জরুরি শুনানি
ছিল। এদিন নির্বাচন কমিশনের নিবিড় ভোটার তালিকা সংশোধনে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত।
আগামী ১০ই জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। প্রসঙ্গত, তৃণমূল সাংসদ
মহুয়া মৈত্র, আরজেডির সাংসদ মনোজ ঝা, প্রাক্তন বিধায়ক মুজাহিদ আলম থেকে শুরু করে অ্যাসোসিয়েশন
ফর ডেমোক্রাটিক রিফর্ম, পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস- একাধিক রাজনৈতিক নেতা ও সংগঠন
সুপ্রিম কোর্টে বিহারের ভোটার তালিকা সংশোধনীর নিয়মকে চ্যালেঞ্জ করে পিটিশন দাখিল করেছিল।
Akb tv news
07.07.2025