নিজস্ব প্রতিনিধি,
রবিবার ডঃ শ্যামা প্রসাদ মুখ্যার্জীর জন্ম বার্ষিকী ছিল। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী
ডাঃ মানিক সাহা এক অনুষ্ঠানে আগরতলা টাউন হলের নাম পরিবর্তন করে ডঃ শ্যামা প্রসাদ মুখ্যার্জীর
নামে নামকরণ করার কথা ঘোষণা দেন। সোমবার আগরতলা টাউন হল নিয়ে প্রতিক্রিয়া দিলেন আগরতলা
পুর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রতিক্রিয়ায় তিনি জানান, টাউন হল তৈরি করার পর কোন
নামকরণ ছিল না। এই দেশে বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের টাউন হল হওয়ার
পর পরবর্তী সময়ে বিশেষ ব্যক্তি, অর্থাৎ দেশ বা সমাজের প্রতি যাদের বিশেষ অবদান আছে
তাদের নামেই নামকরণ করা হয়। ডঃ শ্যামা প্রসাদ মুখ্যার্জীর নামে আগরতলা টাউন হলের নামকরন
করার জন্য রাজ্য সরকার প্রস্তাব রেখেছে। আগরতলা পুর নিগম সমস্ত নিয়ম নীতি মেনে এটা
আমরা নামকরন করেছি বলে তিনি জানান। তাতে বাধা কোথায়, আর অসুবিধা কোথায়। ডঃ শ্যামা প্রসাদ
মুখ্যার্জী রাষ্ট্রের একজন নেতা ছিলেন। যিনি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে রক্ষা
করার জন্য আত্ম বলিদান করেছিলেন বলে মেয়র জানান।
Akb tv news
07.07.2025