নিজস্ব প্রতিনিধি,
ঐতিহাসিক জুলাই, ত্রিপুরা বিধানসভার পদচিহ্ন স্মৃতির পথ বেয়ে সম্মান, দায়বদ্ধতা
ও গৌরবের যাত্রা। এই উপলক্ষ্যে মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচির
আয়োজন করা হয় রাজ্য বিধানসভায়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক
সাহা, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী,
বিধায়ক গোপাল চন্দ্র রায়, বিধায়ক বীরজিৎ সিনহা, বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন,
বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা
ও বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা
করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা। বৃক্ষ রোপণ কর্মসূচিতে সকলে মিলে বিভিন্ন ফল
ও ফুলের চারা গাছ রোপণ করেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী বার বার বলছেন ২০৭০ সালের মধ্যে আমাদের ভারতবর্ষ কার্বন নিউট্রাল দেশ তৈরি করবে।
সেই উপলক্ষ্যে তিনি এটাও বলেছেন যে এক পেড় মা’কে নাম কর্মসূচি করার জন্য। সেটাও আমরা
দেখেছি যে একটা আন্দোলন রূপে পরিণত হয়েছে। তাই আমি বলব সবাই একটা করে মায়ের নামে গাছ
লাগান। জল যেমন আমাদের জীবন, তেমনি গাছও আমাদের
জীবন বলে জানান মুখ্যমন্ত্রী।
Akb tv news
22.07.2025