নিজস্ব প্রতিনিধি,
শারীরিক সমস্যা দেখিয়ে সোমবার রাতে দেশের উপরাষ্ট্রপতি পদ থেকে
ইস্তফা দিলেন জগদীপ ধনকড়। মঙ্গলবার তার
ইস্তফা পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মূলত শারীরিক অসুস্থতার কারণ
দেখিয়েই পদ ছেড়েছেন ধনকড়। এই অবস্থায় তাঁর সুস্থতা কামনা করে অবসর জীবনের জন্য
প্রাক্তন উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন সমাজিক
মাধ্যমে ইংরেজি ও হিন্দিতে সদ্য প্রাক্তন
উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত একটি পোস্ট করেছেন
প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন,“ জগদীপ ধনকড়জি ভারতের উপরাষ্ট্রপতি-সহ বিভিন্ন পদে
আমাদের দেশের সেবা করার সুযোগ পেয়েছেন। তাঁর সুস্বাস্থ্য কামনা করি।”অসুস্থতার
কারণ দেখিয়ে ইস্তফা দিলেও ধনকড়কে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।
উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের এই ইস্তফা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী
শিবির। কংগ্রেস মহাসচিব জয়রাম রমেশের সন্দেহ মোদি সরকারের চাপের মুখে ইস্তফা দিতে
বাধ্য হয়েছেন ধনকড়। তাঁর কথায়, সামনে যেটুকু দেখা যাচ্ছে, পর্দার আড়ালে তার চেয়ে
অনেক বড় কিছু ঘটে গিয়েছে। এরই মাঝে জল্পনা শুরু হয়েছে, কে বসবেন দেশের দ্বিতীয়
সর্বোচ্চ সাংবিধানিক পদে। তালিকায় উঠে আসছে একাধিক নাম।
Akb tv news
22.07.2025