রাজ্যসভায় যোগ হবে নতুন চার মুখ।। সিলমোহর দিলেন রাষ্ট্রপতি ।। AKB TV News

আরশি কথা


নিজস্ব প্রতিনিধি, 

এবার রাজ্যসভায় যোগ হবে নতুন চার মুখ। বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল নিকম ও প্রাক্তন বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলাকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।পাশাপাশি সমাজকর্মী সি সদানন্দন মাস্টার ও ইতিহাসবিদ মীনাক্ষী জৈনের নামও মনোনীত করা হয়েছে। জানা গেছে, রাজ্যসভার চারজন মনোনীত সদস্যদের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে।তাদের জায়গাতেই নিয়োগের জন্য গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। প্রসঙ্গত, রাষ্ট্রপতি মোট ১২ জন সদস্যকে মনোনীত করতে পারেন।সেক্ষেত্রে সাহিত্য, বিজ্ঞান, কলা বা সামাজিক কর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরই মনোনীত করতে পারেন তিনি।  

Akb tv news 

13.07.2025


3/related/default