নিজস্ব প্রতিনিধি,
দেশের নির্বাচন কমিশনের বিহারের ভোটার
তালিকা সংশোধনীর সিদ্ধান্ত নিয়ে নানা বিতর্ক হচ্ছে। সেই বিতর্ক
অবশেষে সুপ্রিম
কোর্ট পর্যন্ত গড়িয়েছে মামলা। নির্বাচন কমিশন নিবিড় সংশোধনী শুরু করতেই উঠে এল
অবৈধ ভোটারদের নাম। জানা
গিয়েছে, একাধিক বাংলাদেশি, নেপালি ও মায়ানমারের বাসিন্দাদের নাম পাওয়া গিয়েছে। এদের কাছে
আধার কার্ড, রেশন কার্ড ও ডোমিসাইল সার্টিফিকেট পাওয়া গিয়েছে। প্রতিটি
নথিই বে-আইনিভাবে বানানো হয়েছে বলে কমিশন
সূত্রে খবর। এব্যাপারে
আধিকারিকরা জানিয়েছেন, যথাযথ তদন্তের পর তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া
হবে। চলতি বছরের ৩০শে সেপ্টেম্বর বিহারের ভোটার তালিকার
চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। গত ২৫শে জুন থেকে বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী
শুরু হয়েছে। আগামী ২৬শে জুলাই পর্যন্ত ভোটার তালিকা সংশোধনী চলবে। মোট ৭ দশমিক ৮
কোটি ভোটারের বৈধতা যাচাই করা হবে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বৈধ ভোটার
প্রমাণ করতে পরিচয়পত্র দেখাতে হবে। এক্ষেত্রে আধার কার্ড বা রেশন কার্ড দেখালে হবে
না। জন্ম শংসাপত্র দেখাতে হবে। এই
নিয়মকে চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেস, আরজেডি, এনসিপি সহ একাধিক দল মামলা করেছে।
তা নিয়ে বিতর্ক চলছেই।
Akb tv news
13.07.2025