আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অমরনাথ যাত্রাকে নিরাপদ ও সুরক্ষিত করতে ভারতীয় সেনা বাহিনীর তরফে শুরু ‘অপারেশন শিব’।। AKB TV News

    আরশি কথা


      নিজস্ব প্রতিনিধি, 

    অমরনাথ যাত্রাকে নিরাপদ ও সুরক্ষিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। এবার থেকে পুণ্যার্থীদের নিরাপত্তায় ভারতীয় সেনা বাহিনীর তরফে শুরু হল ‘অপারেশন শিব’। ৮৫০০ সেনা জওয়ান মোতায়েনের পাশাপাশি গুহায় যাওয়ার দুটি রাস্তায় কাউন্টার আনম্যানড এয়ার সিস্টেম গ্রিডও মোতায়েন করা হয়েছে। গত তেসরা জুলাই থেকে শুরু হয়েছিল অমরনাথ যাত্রা। অনন্তনাগ জেলার ঐতিহ্যবাহী ৪৮ কিলোমিটার দীর্ঘ নুনওয়ান-পহেলগাম রুট এবং গান্দেরবাল জেলার ১৪ কিলোমিটার ছোট কিন্তু খাড়া বালতাল রুটে যাত্রা চলছে। এই যাত্রা শেষ হবে আগামী ৯ই আগস্ট। এব্যাপারে সেনা আধিকারিক জানিয়েছেন, অমরনাথ যাত্রা সুষ্ঠু ও নিরাপদভাবে পরিচালনার জন্য ভারতীয় সেনা বাহিনী, প্রশাসন এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে ভারতীয় সেনা যৌথভাবে অপারেশন শুরু করেছে। প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পরই বাড়তি নজরদারি বাড়িয়েছে ভারতীয় সেনা।

    Akb tv news 

    12.07.2025


    3/related/default