নিজস্ব প্রতিনিধি,
আগাম সুচি অনুসারে ইংল্যান্ড সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী। মুক্ত বাণিজ্য নিয়ে চুক্তি হতে চলেছে দুই দেশের মধ্যে। বৃহস্পতিবার লন্ডনে
পা রাখতেই প্রবাসী ভারতীয়রা তাঁকে স্বাগত জানান। সেখানে উপস্থিত ছিলেন ইউকে ফরেন
অফিস মিনিস্টার, ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরসাইস্বামী এবং নয়া দিল্লির ব্রিটিশ
হাই কমিশনার লিন্ডি ক্যামেরন। এই নিয়ে চতুর্থবার ব্রিটেন সফরে গেলেন
প্রধানমন্ত্রী। এর আগে ২০১৫, ২০১৮ ও ২০২১ সালে ইংল্যান্ডে গিয়েছিলেন তিনি। ব্রিটিশ
প্রধানমন্ত্রীর সঙ্গে সম্প্রতি জি-২০ সামিট ও জি-৭ সামিটে সাক্ষাৎ হয়েছিল। সফরকালে
প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাসভবনে যাবেন। ইংল্যান্ডের কিং
চার্লসের সঙ্গে সাক্ষাৎ এবং বৈঠক করবেন তিনি। এরপর রওনা দেবেন মালদ্বীপের উদ্দেশে।
Akb tv news
24.07.2025