নিজস্ব প্রতিনিধি,
ফের একবার ভারত-পাকিস্তানের যুদ্ধ থামানোর
দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফের দাবি করলেন ভারত-পাকিস্তান
পরমাণু যুদ্ধের দিকে যাচ্ছিল। পাঁচটি বিমান ধ্বংসের দাবিও করেন তিনি। পহেলগাম জঙ্গি হামলার জবাবেই
পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত। এরপরই দুই দেশের মধ্যে সংঘাত
শুরু হয়। তিনদিন সেই সংঘাত চলার পর সংঘর্ষ বিরতি হয়। তবে গত ১০ই মে থেকেই মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প দাবি করে চলেছেন, ভারত-পাকিস্তান সংঘাত থামাতে মধ্যস্থতা করেছেন তিনি।
বুধবারও ডোনাল্ড ট্রাম্প বলেন, “ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি আমরা। ওরা পরমাণু
যুদ্ধ করতে যাচ্ছিল। শেষ হামলায় ৫টি বিমান ধ্বংস করা হয়েছে। বার বার সংঘাত হচ্ছিল।
আমি ফোন করলাম এবং বললাম যে এভাবে চললে কোনও বাণিজ্য করব না আমরা। ওরা দুই দেশই পরমাণু
শক্তিধর। কী জানি কী হতে পারত শেষে…আমি যুদ্ধ থামিয়েছি।” এনিয়ে ২৫ বার এই দাবি করলেন
ট্রাম্প।
Akb tv news
23.07.2025

