নিজস্ব প্রতিনিধি,
বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ১৪ বছরের এক কিশোরের।বৃহস্পতিবার
দুপুরে এয়ারপোর্ট থানার অন্তর্গত ছিনাইহানিস্থিত দাস পাড়ার বাসিন্দা নারায়ন বিশ্বাসের
ছেলে সঞ্জিত বিশ্বাস তার বন্ধুদের সঙ্গে পার্শ্ববর্তী বৈশ্য পাড়ার বাসিন্দা চিত্ত
বৈশ্য নামে এক ব্যক্তির পুকুরে মাছ ধরতে যায়। সেখানে গিয়ে পুকুরে জলের নিচে তলিয়ে
যায় সে।পরবর্তী সময়ে তার সঙ্গে থাকা বন্ধুরা
তার বাড়ির লোকজন এবং এলাকাবাসীদের খবর দেয়। এরপর তারা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে
খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে পুকুর থেকে উদ্ধার করে জিবি হাসপাতালে
নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা
করেন। এই ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Akb tv news
11.07.2025