নিজস্ব প্রতিনিধি,
শুল্কযুদ্ধে এবার কানাডার উপর বড়সড় আঘাত হানলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, কানাডিয়ান পণ্যের উপর ৩৫
শতাংশ শুল্ক চাপানো হবে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই কানাডার
সঙ্গে আমেরিকার দ্বি-পাক্ষিক সম্পর্কে
ব্যাপক অবনতি হয়েছে। শুল্ক চাপানো নিয়েও রণংদেহি অবস্থান নিয়েছে দু’পক্ষ। আগামী
১লা আগস্ট থেকে একাধিক দেশের উপর নতুন করে শুল্ক চাপাচ্ছে আমেরিকা। ইতিমধ্যেই ২২টি
দেশের কাছে পৌঁছে গিয়েছে মার্কিন প্রেসিডেন্টের চিঠি। জাপান, দক্ষিণ কোরিয়া,
থাইল্যান্ড, বাংলাদেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসানো হয়েছে।এদিকে, আলজেরিয়া,
ব্রুনেই, ইরাক, লিবিয়া, মলডোভা, শ্রীলঙ্কা এবং ফিলিপিন্সের উপরেও আছড়ে পড়েছে শুল্ক
বোমা। সেই ধারা বজায় রেখেই বৃহস্পতিবার আরও এক দফায় শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন
ডোনাল্ড ট্রাম্প।
Akb tv news
11.07.2025